আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পুলিশ রোববার ভারতের আসাম থেকে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছে ২লাখ সমপরিমাণের রুপি ও সৌদি রিয়েল জব্দ করে বলে সোমবার ইন্ডিয়ান টুডের প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
পুলিশি তথ্য মতে তাদের কাছে ৬টি মোবাইল ফোন এবং ৫টি বাংলাদেশি পাসপোর্টও জব্দ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেফতারকৃত মো. রিপন খান, মো. কবির সরদার, আসাদুজ্জামান ও জামাল মুন্সী গত মাসে তারা এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে রবিবার তারা সৌদি আরবের ভুয়া রিয়াল বিনিময় করে আরো একজনের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছিল। এ সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ