ফারহানা তিতলী, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের আমবাগানে ফিতা কেটে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.শাহিনুর রহমান,কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সেলিম তোহা,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.সাইদুর রহমান,মেলা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সহ আরও অনেকে।
এবছর বিভিন্ন বিভাগ সামাজিক সংগঠন সহ মোট ৪৭ টি স্টলের আয়োজন করা হয়েছে।মেলায় স্থান পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষক ও তিন জন শিক্ষর্থীর বই।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ