বিনোদন ডেস্ক: ঈদ উপলক্ষে পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা বোনের কাছ থেকে বিশেষ উপহার চেয়েছিলেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান। নিজের এবং ছেলে আরিয়ানের জন্য ‘পেশোয়ারি চপ্পল’ চেয়েছিলেন তিনি। পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ ডটকম এ খবর দিয়েছে।
এদিকে শাহরুখের সেই আবদার রেখেছেন বোন নূর জাহান। ঈদের আগেই পাঠিয়ে দিয়েছিলেন সেই চপ্পল।
এ বিষয়ে নূর জাহান জানান, কিছুদিন আগে তার কাছে পেশোয়ারি চপ্পল উপহার হিসেবে চান শাহরুখ। তবে শুধু নিজের জন্য নয়, আরিয়ানের জন্যও একই উপহার চেয়েছিলেন তিনি। ভাইয়ের আবদার পূরণ করতে ডাকযোগে সেই চপ্পল পাঠিয়েছেন তিনি।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ