নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুপুরে উত্তরা পূর্ব থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
উপস্থিত পথচারীরা বলেন, মোটরসাইকেল তার সাইটে চলছিলো। কিন্তু তাদের পেছন থেকে আসা একটি বাস খুব দ্রুত গতীতে এসে চলন্ত মোটরসাইকেল পিষ্ট করে দেয়।
উত্তরা পূর্ব থানার এসআই আরাফাত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেপরোয়া গতির একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আরোহীরা। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এসআই আরাফাত জানান, বাসটিকে শনাক্ত করা হয়েছে। তবে চালক-হেলপারদের আটক করার চেষ্টা চলছে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ