এম.পলাশ শরীফ : বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে অতি উৎসাহিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। এসময় তিনি আইনশৃংখলা বাহিনীকে সঠিক দায়িত্ব পালনের নির্দেশ দেন।
শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা ও রিটাংনিং অফিসার মো. ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন প্রশিক্ষণ ইনষ্টিটিউটের মহা পরিচালক মো. নুরুজ্জামান তালুকদার, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।
সময় জার্নাল/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ