এলাচি আক্তার প্রিয়া’র কবিতা ‘মুজিব মানে’
————————
ওরা ভেবেছিলো যদি মুছে দিতে পারে তোমার নাম
তবেই বুজি শেষ হয়ে যাবে যতো অর্জন,
যতো ইতিহাস, যতো সম্মান।
ওরা তো জানেনা মুজিব মানেই দেশ
হৃদয় গহীনে ভালবাসার ঐকতান।
ওরাতো বুঝেনি তুমি হলে বাঙালির জয়গান।
রয়েছো মোদের চিত্তে হয়ে চির অম্লান।
মুজিব মানেই বাঙালির চেতনা
হৃদয়ে স্নিগ্ধ তার অবগাহন।
মুজিব মানেই বাঙালির প্রাণ।
বাংলা পেয়েছে তার অস্তিত্বের অধিকার
সে তো তোমারই অবদান।
ওরা কি করে বুঝিবে হৃদয়ের অনুরনন।
ওরা তো মানুষনা জাতীয় বেঈমান।
তোমার ঘরে খেয়ে তোমার পাশে বসে
রচিছে তাহাদের স্বার্থের নিষ্ঠুর লোবান।
ওরা পারেনি মুছে দিতে তোমারি নাম।
তুমি আজও চির ভাস্বর চির উন্নত অবিনশ্বর।
সদা জাগ্রতচিত্তে গৌরবে মহীয়ান।
এলাচি আক্তার প্রিয়া
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ