স্পোর্টস ডেস্ক: এসএ (সাউথ এশিয়ান) গেমসে উশুতে রুপা জিতলেন বাংলাদেশের মর্জিনা আক্তার।
নেপালের রাজধানী কাঠমুন্ডুর সাতদোবাতো উশু কমপ্লেক্সে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উশুর ইভেন্ট ‘নানচুয়ান নান–দান’-এ ভারতীয় প্রতিযোগীর কাছে হেরে যেন মর্জিনা।
এর আগে চলতি আসরে এই উশুতেই রুপা জিতেছিলেন বাংলাদেশের ওমর ফারুক। দুপুরে সজীব হোসেন লড়বেন আরও একটি পদক জয়ের লড়াইয়ে।
সবমিলিয়ে এখন পর্যন্ত চলতি এসএ গেমসে বাংলাদেশের ঝুলিতে যুক্ত হয়েছে ৪ সোনা, ৯ রুপা ও ৩১টি ব্রোঞ্জ পদক।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ