গোলাম আজম খান, কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের রামু উপজেলায় বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩৭ জন আহত হয়েছে। (১৮ জানুয়ারি) শনিবার ঢাকা মেট্রো-ব -১১-৫৮২৫ সাব্বির এন্টারপ্রাইজ নামক বাস নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজ এর নিচে পড়ে যায়। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মেরংলোয়া রামু ল্যাবরেটরী স্কুলের পাশে লম্বা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাং আবুল খায়ের বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩৭ জনের মতো আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আল্লাহ বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়েছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বনভোজনে আসা মীর্জাগঞ্জ স্টুডেন্ট ওয়েব, ঢাকার সদস্যদের বহনকারী ৪৫ আসনের একটি বাস ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি রামু উপজেলার পুরাতন আরকান সড়কে লম্বা ব্রীজ এলাকা অতিক্রম করার সময় ব্যাটারি চালিত অটো’কে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা ৩৭জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে কয়েকজনের অবস্থা শোচনীয় হওয়ায় তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পিকনিকে আসা মীর্জাগঞ্জ স্টুডেন্ট ওয়েব, ঢাকার আহতদের নাম ও ঠিকানাঃ
১) আবির (২১), পিতা : শাহাজাহান, সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী।
২) আতিক (২২), পিতা : নাছির উদ্দীন , সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী।
৩) মোছাদ্দেক (২২), পিতা : আবু বশর, সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী।
৪) সোহান (২২), পিতা : নুরুল আমিন, সাং সাতক্ষীরা,
৫) জাহিদ ইসলাম, পিতা : জালাল উদ্দিন মির্জা, আমতলী, বরগুনা,
৬) জিয়াউল করিম, পিতা : মোতাহের হুসাইন, সাং আমতলী, বরগুনা
৭) নাজমুল হুসাইন(২৫), পিতা : আলতাফ হুসাইন সাং- ঢাকা
৮) গফুর পিতা (২৫), পিতা: আব্দুর শুকুর , সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
৯) আল আমিন (২৬), পিতা : খলিলুল্লাহ সাং বরগুনা সদর
১০) ইউনুচ (২৪), পিতা : রফি উদ্দীন সাং সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
১১) তরিকুল ইসলাম (২৬), পিতা : মোস্তফা গাজী, সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
১২) আব্দুর রউফ (২৫), পিতা: হাবিবুর রহমান, সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
১৩) আবু মুছা (২৭), পিতা : মশরফ হুসাইন, পটুয়াখালী
১৪) মাহিম (২৭), পিতা: সুলতান আহমেদ, সাং সুলতান পুর কুমিল্লাা,
১৫) রাজিব (২৭), পিতা : আবু তৈয়ব সিকদার,সাং পটুয়াখালী
১৬) বকতিয়ার (২৫), পিতা : মশরফ হুসেন, যশোর।
১৭) মন্জুরুল হুসাইন সাকিব (১৯), পিতা : জাকির হুসাইন , সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
১৮) জুয়েল (২৭), পিতা: নজরুল ইসলাম সাং ঢাকা
১৯) নোমান (২৭), পিতা : আলতাফ হুসেন সাং মির্জাপুর ঢাকা
২০) মেহেদী হুসাইন, পিতা : আব্দুল জাব্বার মৃধা সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
২১) নয়ন, পিতা : কবির, সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
২২) নাঈম হুসাইন (২২), পিতা : মোতাহের সিকদার , সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
২৩) ফয়সাল (২০), পিতা : আলতাফ হুসাইন , সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
২৪) মোশরফ হুসাইন (২৫), পিতা : জাহাঙ্গীর আলম সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
২৫) সাইফুল ইসলাম বাপ্পি (৩০), পিতা : বাচ্ছু সাং পটুয়াখালী
২৬) নিজাম (২৬), পিতা : শাহা জামাল, সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
২৭) সাইফুল ইসলাম (২৭), পিতা : মোছাদ্দেক, সাং শ্রীনগর, পটুয়াখালী,
৩০) হাসিব (১৯), পিতা : আশরাফ আলী সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
৩১) সজল (২৬), পিতা : আব্দুল মান্নান সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
৩২) নজরুল হক সাকিব (১৯), পিতা : জাকির হুসাইন খান , সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
৩৩) রহিমা (২৬), পিতা: নাহিদ, সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
৩৪) আবু বক্কর সিদ্দীক (২৫), পিতা: আসাদ আলী সাং শরীয়তপুর
৩৫) শফিক (২৪), পিতা : শহিদুল ইসলাম, সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
৩৬) মোনাফ হুসেন সাঈদ (২৫), পিতা : শহিদুল ইসলাম, বরিশাল
৩৭) মোহাম্মদ (২৬), পিতা : বেলাল হুসনি, সাং-মির্জাগঞ্জ, পটুয়াখালী
সময় জার্নাল/আরইউটি/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ