নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে স্থগিত হওয়া পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ।
আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকেই এ উপজেলাই ভোটাররা আগ্রহ নিয়েই কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। কোন প্রতিবন্ধকতা ছাড়াই ভোট দিতে পারছেন বলে জানান ভোটাররা।
সরেজমিনে দেখা যায়, ভোটাররা আগ্রহ ও শান্ত-শৃঙ্খলপূর্ণ পরিবেশে কেন্দ্রে ভোট দিচ্ছেন। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি চোখে পরার মতো। নির্বাচন সুষ্ঠু ও অবাধের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১ জন ম্যাজিস্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিট্রেটসহ পুলিশের স্টাইকিং ফোর্স, বিজিবি, র্যাব ও আনসার মোতয়েন করা হয়েছে।
প্রসঙ্গত,স্থগিত হওয়া কবিরহাট পঞ্চম উপজেলা নির্বাচনে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৪৬ হাজার ২৩১ জন। এ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ