ঢাকা কলেজ প্রতিনিধি: কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) ২০২০ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকসাস সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর এক যৌথ বিবৃতিতে কনকসাস’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সেই সাথে ঢাকসাস ও কবি নজরুল সাংবাদিক সমিতির মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার কনকসাস’র ২০২০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন আরিফ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসাইন।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক অধিকারের সবুজ আলম ফিরোজ, যুগ্ন সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের শাহিন আলম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে যায়েদ হোসেন মিশু, অর্থ-সম্পাদক পদে আতিক হাসান শুভ, নারী বিষয়ক সম্পাদক পদে শ্রাবণী আক্তার এ্যামি, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে ইমরান হোসেন, কার্য নির্বাহী সদস্য পদে আমির হোসেন সবুজ, এমজিএইচ নোমান নির্বাচিত হয়েছেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ