কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সাংবাদিক সমিতির নির্বাচন-২০২০ সমাপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। গত রবিবার (১ ডিসেম্বর) কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির ইসি কমিটির বিশেষ সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
গত মেয়াদে কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারকে প্রধান উপদেষ্টা করে ৯ সদস্য বিশিষ্ট সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই ৯ সদস্যের কমিটিতে বৈশাখী টেলিভিশনের মাঈন উদ্দিন আরিফকে আহ্বায়ক ও দৈনিক ভোরের কাগজের সাজ্জাদ হোসেনকে সদস্য সচিব করা হয়।
গত সোমবার (২ ডিসেম্বর) ও মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা দান শেষে বুধবার (৪ ডিসেম্বর) প্রার্থিতা যাচাই-বাছাই, প্রার্থীদের খসড়া তালিকা, প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
শনিবার (৭ ডিসেম্বর) থেকে নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত প্রার্থীরা নিজেদের নির্বাচনি প্রচার-প্রচারণা করতে পারবেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসের নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে এবং ভোট গ্রহণ শেষে দুপুর ১টায় ফল প্রকাশ করা হবে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ