স্টাফ রিপোর্টার : ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের রুমে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে
বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় রুমে থাকা গুরুত্বপূর্ণ কাগজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, সাড়ে নয়টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে স্টেশন মাস্টারেএ রুমে আগুন লাগে।
এসময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন একজন ফায়ারসার্ভিস কর্মী। উনি বাড়িতে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই তিনি আশে পাশের কয়েকজনের সহযোগীতায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, যেহেতু স্টেশন মাস্টারের রুম, গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত না করে বলা যাবে না।
সজা/এমএম
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ