চীনে করোনাভাইরাসে আরও ৯৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬৮ জনে।
চীনের জাতীয় হেলথ কমিশন এসব তথ্য জানিয়েছে।
করোনায় মৃতের সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছে হেলথ কমিশন। খবর এএফপি ও রয়টার্সের
গত জানুয়ারি মাসের পর এই প্রথম মঙ্গলবার দুই হাজার জনের নিচে করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের সংখ্যা কমলেও বিশেষজ্ঞরা করোনাকে এখনও বিপদজ্জনক বলে অভিহিত করছেন।
হেলথ কমিশনের তথ্যমতে, মঙ্গলবার নতুন করে ১৮৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৪৩৬ জন।
হুবেই প্রদেশে ভ্রমণ সীমিত করার ফলে ভাইরাসের ছড়িয়ে পড়া অনেকাংশে কমে গেছে। কিন্তু এ ভাইরাসের কারণে চীনের অর্থনীতি অনেকটা নাজুক হয়ে পড়েছে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ