ইবি প্রতিনিধি: করোনা ভাইরাস আতঙ্কে আগামী ২৫ মার্চ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সকল ধরণের গণজমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপচার্যের নির্দেশ অনুযায়ী ১২ মার্চ থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএএসসিসিতে সকল ধরনের গণজমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টিএসসিসি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন, ১১৬ নং কক্ষ ও করিডোরে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, সমিতি, পরিষদ, ফোরাম, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সমূহের কোন প্রকার আলোচনাসভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পূর্ণমিলনী ইত্যাদি করা যাবেনা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘করোনা ভাইরাসের আতঙ্ক ইতোমধ্যে পুরো বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। আমরা এর প্রতিকার করতে না পারলেও প্রতিরোধ করতে পারি। এই সমস্যার আশু প্রতিরোধে আমাদের এই পদক্ষেপ।’
সময় জার্নাল / সালেহ আহমেদ
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ