অর্থনৈতিক ডেস্ক: সর্বাধুনিক ডিজিট্যাল ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে কিশোরগঞ্জের সদর উপজেলার স্টেশন রোডে সোনালী ব্যাংক লিমিটেডের ১২১৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহম্মেদ তৌফিক এ শাখার উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ড. দৌলতুন্নাহার খানম, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির হোসেন , জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম, মো. ছায়েফ উদ্দিনসহ সোনালী ব্যাংকের গ্রাহকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ