কুবি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। শুক্রবার-শনিবার সরকারী ছুটি থাকায় আজ থেকেই ক্যাম্পাসে পূজার ছুটি শুরু হলেও ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে না।
বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৩ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে। এদিকে আগামী ১১ ও ১২ অক্টোবর শুক্রবার-শনিবার থাকায় শিক্ষার্থীরা মোট ৯ দিন পূজার বন্ধ পাচ্ছেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ