কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষের এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১০ থেকে ১১ টায় ২০ টি কেন্দ্রে এ ইউনিট ও বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত ২১ টি কেন্দ্রে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ভর্তি পরীক্ষায় ব্যবহৃত কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ও অন্যান্য পরিস্থিতি যাচাই করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবীর চৌধুরী ও রেজিস্ট্রার ( চলতি দায়িত্ব) ড. আবু তাহের এসব কেন্দ্র পরিদর্শন করেন।
এ বছর ভর্তি পরীক্ষায় এ ও বি ইউনিটে মোট ৮০০ আসনের বিপরীতে যথাক্রমে ২৬৯৭৫ ও ২৮২৯৫ জন আবেদন করে। পরীক্ষায় এ ইউনিটে অংশগ্রহণের হার ৬৫% এবং বি ইউনিটের হার প্রায় ৭২% ।
উল্লেখ্য, ব্যবসা অনুষদের অধীনে সি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল (৯ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ