রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস কর্মীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি ও স্থায়ী কর্মের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় কুড়িগ্রাম জেলা ন্যাশনাল সার্ভিস কল্যাণ সমিতির সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ন্যাশনাল সার্ভিস কল্যাণ সমিতির সভাপতি অমল চন্দ্র সরকার, সহ-সভাপতি জেসমীন আরা লাকী, সাধারণ সম্পাদক নাছিম উদ্দীন, সমিতির সদস্য মাইদুল ইসলাম, মনোহর চন্দ্র রায়, আব্দুর রাজ্জাক,রফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, এনামুল হক প্রমুখ।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
সময় জার্নাল/আরইউটি/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ