টিআই তারেক, যশোর : জেলার কেশবপুর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে আগ্রহী জনপ্রিয় চিত্র নায়িকা শাবানা সাদিকের স্বামী ওয়াহিদ সাদিক।
সম্প্রতি উপজেলার বড়েঙ্গা গ্রামে তাদের নিজ বড়িতে সংবাদ সম্মেলনে একথা জানান ওয়াহিদ সাদিক। সাংবাদিকদের সামনে ওয়াহিদ সাদিক উপ-নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রার্থী হওয়ায় ঘোষণা দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে তাদের দেখা হয়েছে। তাঁর গ্রীন সিগনাল পেয়েই উপ-নির্বাচনে অংশগ্রহণ করতে কেশবপুরে এসেছেন।
ওয়াহিদ সাদিক বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে কেশবপুরে ব্যাপক উন্নয়ন করা হবে। কেশবপুরে ট্রেন লাইনের ব্যবস্থা করা হবে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কেশবপুরের সাবেক সংসদ সদস্য অব্দুল হালিম, যুবলীগ নেতা আল হেলাল, টিপু সুলতানসহ অন্যান্যরা।
উল্লেখ্য, কেশবপুরের সংসদ ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করেন। যে কারণে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/আরইউটি/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ