খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে এক ইউপিডিএফ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টার দিকে জেলার মাটিরাংগার সাপমারা এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ এর পোস্ট পরিচালক অর্জুন চাকমা নিহত হন।
অর্জুন চাকমা ইউপিডিএফ প্রসিতপন্থীর নেতা এবং খাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকার বাজি চাকমার ছেলে বলে জানা গেছে।
মাটিরাংগা থানার ওসি শামসুদ্দিন ভূইয়া জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী গিয়ে অর্জুন চাকমার লাশ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ৫ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
সময় জার্নাল/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ