খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের গাজীনগর গ্রামে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন বিজিবি সদস্যসহ ৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাছ কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হলে বিজিবি গুলি ছোড়ে।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. সামসুল হক জানান, গাছ কাটা নিয়ে বিজিবি সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের এক পর্যায়ে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এ সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ ৫ জন নিহত হয়। তাদের মধ্যে চারজন ঘটনাস্থলে ও একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ