নিউজ ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত মঙ্গলবারের গণশোকের সমাবেশের অনুমতি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান আ স ম আব্দুর রব।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোনো অনুমতি পাইনি। তবে এটা আমাদের নাগরিক অধিকার, জন্মগত অধিকার, সাংবিধানিক অধিকার। সরকার এই সাংবিধানিক অধিকার যদি জনগণকে ভোগ করতে না দেয় তার জন্য জনগণের আদালতে সরকারকে দাঁড়াতে হবে।
পরবর্তী কর্মসূচি কী হবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমরা সিদ্ধান্ত একটা নিয়েছি। তবে সেটা পরে জানাবো।
গত ৬ অক্টোবর বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ