নিউজ ডেস্ক: হাইকোর্টের সামনের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩২। ইতোমধ্যে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্তে নিশ্চিত হয়ে আসামিদের গ্রেফতার করা হবে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মী হাইকোর্টের সামনে অবস্থান নেন। দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় নেতাকর্মী পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়ি ভাঙচুর করে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এ ছাড়া বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ