নিউজ ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারনার অভিযোগে মো. নজরুল ইসলাম (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নজরুল ইসলাম খুলনা জেলার লবনচোরা থানার উত্তর হরিনটানা গ্রামের মৃত আব্দুল ছত্তার বেপারীর পুত্র। নাজিরপুর থানার পুলিশের ওসি মো. জাকারিয়া হোসেন জানান, প্রতারক নজরুল উপজেলার শ্রীরামকাঠী বন্দরের মাদ্রাসার শিক্ষক মা: মশিউর রহমান ও তার স্ত্রীকে সরকারীভাবে হজ্ব করিয়ে দেয়ার কথা বলে পাসপোর্ট খরচ বাবদ ১৪ হাজার টাকা নেয়। এমনভাবে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে প্রায় ৮/১০ লাখ টাকা হাতিয়ে নেন। গত রবিবার রাতে শহরের রিলাক্স হোটেলে বসে সদর উপজেলার খলিসাখালী মাদ্রাসার শিক্ষক মাওলানা আ: রব খানের কাছ থেকে টাকা নেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে মারধর করে সদর থানা পুলিশের সোপর্দ করে। পরে তাকে নাজিরপুর থানায় পাঠানো হয়। শ্রীরামকাঠী বন্দরের মাদ্রাসার শিক্ষক মা. মশিউর রহমান বাদী হয়ে প্রতারনার অভিযোগে তার নামে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর মেঝো ভাই শেখ মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ওই যুবক তাদের কোন আত্মীয় নয় এমনি কি তাকে চিনেন না।
গৃহয়াণ ও গণপূর্ত মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারনার অভিযোগে যুবক গ্রেফতার
প্রকাশিতঃ ৯:৫৯ অপরাহ্ণ, সোম, ৮ জুলাই ১৯

লকডাউন পরিস্থিতিতে পাঠকদের অবস্থা, সমস্যায় পড়া মানুষদের কথা সরকার, প্রশাসন এবং সকল খবরাখবর আমাদের সব পাঠকের সামনে তুলে ধরতে আমরা মনোনীত লেখাগুলি প্রকাশ করছি। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের পাঠাতে ক্লিক করুন।
স্থান, তারিখ ও কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই লিখে পাঠাবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
স্থান, তারিখ ও কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই লিখে পাঠাবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ