গোপালগঞ্জ প্রতিনিধি: “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।
দিবসটি উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজিত অনুষ্ঠানে এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ গ্রহণ করেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ