[রবার্ট ফ্রস্টের A Minor Bird কবিতার ভাবানুবাদ]
চেয়েছি পাখিটা
উড়ে যাক-দূরান্তে,
এবং গান যেনো আর
না গায়
আমার বাড়ির পাশে
সারাদিন।
তার গান
অসহ্য লেগেছিল যখন,
তখন করতালি দিয়ে
উড়িয়ে দিয়েছি তাকে
দরজা হ’তে।
কিছু দোষ অবশ্যই
আমারই ভেতর
আমারই ছিল।
নতুবা সুরের জন্যে পাখিটার
দোষ ধরা চলেনা
কোনমতে।
আর অবশ্যই যে কোন গান থামিয়ে দিতে
চাওয়ার মাঝে রয়েছে কিছু ভুল।
লেখক : সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।