সময় জার্নাল ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট সুলতান আহমদ কুসুমপুরী সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওমর ফারুক (৪০)। তার বাড়ি নোয়াখালী জেলায়। এবং জাহিদ হোসেন (৩৮)। তার বাড়ি কক্সবাজার জেলায়। আহতদের মধ্যে নিকা সুলতানা (২৮), মো. আরিফ (২৬), বাপ্পি মুক্তা (৩০) ও মিনু আকতার (৩৫) চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিরহাট সুলতান আহমদ কুসুমপুরী সংযোগ সড়ক এলাকা শ্যামলী পরিবহন ও পটিয়ার একটি লোকাল বাসের মধ্যে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ বিমল ভৌমিক গণমাধ্যমকে দুর্ঘটনার বিষযটি নিশ্চিত করেছেন।
সময় জার্নাল/আরইউটি/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ