চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক ড. শিরিণ আখতার।
০৩ নভেম্বর (রোববার) মহামান্য রাষ্ট্রপতির ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলীমা আফরোজ।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১২(২) ধারা অনুযায়ী বাংলা বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে উপ-উপাচার্যের পদ থেকে অব্যাহতি প্রদান করে উপাচার্য পদে নিয়োগ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে, উপাচার্য পদে তিনি উপ-উপাচার্য পদের সমপরিমাণ বেতন ভাতা প্রাপ্য হবে, বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। অধ্যাপক ডঃ শিরীণ আখতার গত ১৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, কক্সবাজারে জন্মগ্রহণ করা শিরীণ আখতার ১৯৯৬ সালের পহেলা জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন।
সময় জর্নাল/ শামছুল আলম
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ