চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধি অভিযানে ১৭২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
আজ রবিবার চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর মো. আবু বক্কর সিদ্দীক এর নেতৃত্বে ফোর্সসহ এ অভিযান চালানো হয়।
সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর মো. আবু বক্কর সিদ্দীক নেতৃত্ব এ এস আই মো. সানোয়ার, মো. মিজানুর রহমান, মো. সোহেল রানা, মো. শাহিন আলম জীবননগর এলাকায় তারা একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী মো. আজান মন্ডল (৫৫) কে ১৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় জীবন নগর উপজেলায় একটি মামলাও দায়ের করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে। মাদকমুক্ত করতে যা যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিতেই প্রস্তুত।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ