চুয়াডাঙ্গা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে বিএনপি প্রতিবাদ সভা করেছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমাহল সড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে জেলা বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফুজ্জামান শরিফ, সিরাজুল ইসলাম মনি, যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মাবুদ সরকার, জেহালা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আমিনুল ইসলামসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফুজ্জামান বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রনে রাখতে ব্যার্থ হয়েছে। সাধারণ মানুষকে বেশি দামে জিনিসপত্র ক্রয় করতে হচ্ছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, মিথ্যা মামলার দায়ে সরকার বেগম খালেদা জিয়াকে জেল খাটাচ্ছে। অবিলম্বে তার মুক্তি দিতে হবে।
সময় জার্নাল/ ইব্রাহীম চৌধুরী
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ