- চুয়াডাঙ্গা প্রতিনিধি : “শহর আমাদের পরিস্কার রাখার দায়িত্ব আমাদের ” এ শ্লোগানকে ধারন করে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম।
আজ সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নানান রকমের প্লাকার্ড হাতে শোভাযাত্রাটি শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়।পরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন বসানোসহ পরিস্কার পরিচ্ছন্ন সংবলিত স্টিকার লাগানো হয়।
পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে সভায় বক্তরা শহরবাসীদের নির্ধারিত স্থানে ময়লা ফেলার পরামর্শ দিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখতে পথচারী, ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম সহ গণ্যমান্য ব্যাক্তি ও শহরবাসীগণ।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ