সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের পক্ষ থেকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার সকালে সংগঠনের এক সাধারণ সভায় চেম্বার নেতৃবৃন্দকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি এটিএম শোয়েব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। সংবর্ধিত অতিথির বক্তব্যে চেম্বার সভাপতি এটিএম শোয়েব সকল স্তরের ব্যবসায়ীদের সিলেট চেম্বারের সদস্যপদ গ্রহণের জন্য আহ্বান জানান।
তিনি বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে হবে। সাধারণ ব্যবসায়ীদের দাবি দাওয়া অভাব অনুযোগ মেটাতে সিলেট চেম্বার আন্তরিক। ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে সিলেট চেম্বার যেকোন ধরনের পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। তাই সর্বক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে একতা, শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য্যধারণ করতে হবে।
তিনি বলেন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কর্তৃক বিভিন্ন নামে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ স্বপনের পবিত্র কোরআন তেলাওয়াত ও কার্যনির্বাহী সদস্য সমীরন চন্দ্র পাল লিটনের গীতা পাঠের মাধ্যমে সূচীত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের ২০১৮-২০১৯ সনের অডিট রিপোর্ট উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো. আব্দুল লতিফ চৌধুরী লিপু। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ স্বপন। বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য হাজী মো. নাছির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রুপের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ চুনু, সামসুদ্দিন সমছু ও সাবেক সহ-সভাপতি হাবিব আহমদ চৌধুরী শিলু।
সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- আনোয়ার হোসেন পাঠান, মো. মঈন উদ্দিন, মো. ইউসুফ আলী, মো. আব্দুল মালেক, চেম্বার নেতৃবৃন্দের মদ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিদ আহমদ, পরিচালক পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, সালাহ উদ্দিন আলী আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী, শহিদুর রহামন, আব্দুর রহমান প্রমুখ।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ