নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৭৬.০৫%।
মঙ্গলবার (নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রকাশিত ফল বিকেল ৫টার পর যেকোনো মোবাইল থেকে SMS-এর মাধ্যমে NUMFRoll লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
মাস্টার্স শেষপর্ব পরীক্ষায় ৩০টি বিষয়ে দেশে ১৫৭টি কলেজের ১ লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী মোট ১১৪টি কেন্দ্রে অংশগ্রহণ করে ১ লাখ ৫ হাজার ৪৫৫ জন উত্তীর্ণ হয়েছেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ