Alhamdulillah
আল্লাহর অশেষ রহমতে ৩৯ তম BCS এ Assistant Surgeon হিসাবে Gazetted হলাম।
সেই ছোট সময় হতে কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে আল্লাহপাক এ পর্যন্ত এনেছে সেটা আমার মা, বাবা এবং এলাকার অনেকেই জানেন।
জীবনের প্রতিটি স্তরে পদে পদে বহু মানুষের কাছে ঋণী আমি।
সেই প্রাইমারী স্কুলে যে বালকটা ভাবতো, সে এক জন প্রাইমারীর শিক্ষক হবে,
যখন হাই স্কুলে গেলাম তখন ভাবতাম হাই স্কুলের শিক্ষক হবো,
কিন্তু স্বপ্নের আজ বাস্তবরূপ ধরা দিয়ে,, প্রথম শ্রেণীর সরকারী গেজেটেড অফিসার।
জীবনের একটা পর্যায়ে যে ছেলেটা ভ্যান চালিয়েছে, যে ছেলেটা মানুষের বাড়িতে কাজ করেছে- সে আজ সরকারী ডাক্তার।
রিক্সা ভ্যান চালক বাবার ছেলে আজ সরকারী ডাক্তার।
জীবনকে বহু কাছ থেকে দেখে দেখে বড় হয়েছি।
সে সব মানুষকে অন্তরের অন্তঃস্থল হলে ধন্যবাদ যারা আমাকে এ পর্যন্ত আসতে বিভিন্ন ভাবে সহায়তায় করছেন।
,
আজ দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে।
সর্বপরি সবার কাছে দোয়া কামনা করি, যেন যেখানে পদায়ন হয় সে এলাকার মানুষের সেবা করতে পারি।
সর্বশেষ অশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।
লেখক : ডা. আল মামুন, ৩৯তম বিসিএসে অ্যাসিসট্যান্ট সার্জন হিসেবে নিয়োগপ্রাপ্ত।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ