জবি প্রতিনিধি : ভাষা শহীদদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনার। শহীদ মিনারে জুতা পায়ে উঠে ভাষা শহীদদের অসম্মান করার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা এবং ক্ষোভ জানিয়েছেন অনেকে।
জবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েও কিভাবে জুতা পায়ে শহীদ মিনারে উঠেন, এটা নিয়ে অনেকে প্রশ্নও তুলেছেন।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জুতা পায়ে সমাবর্তনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর সাথে ফটোসেশনে অংশ নিয়েছেন তিনি। তবে ছাত্রলীগের সাবেক সভাপতি ছেলেটিকে চিনেন না বলে জানান ।
সামাজিক যোগাযোগে ক্ষোভ প্রকাশ করে অনেকে বলেন, একজন নেতা এমন কাজ করলে তার কাছে কর্মীরা কী শিখবে?
নাম না প্রকাশ করার শর্তে ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, এমন কাজ তার কাছে কেউ আশা করে না। একজন নেতার ম্যানার এমন হলে কর্মীদের অবস্থা তাহলে কেমন হবে!
এবিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালের প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘শহীদ মিনারে জুতা পায়ে ওঠা সব থেকে বড় ভুল। এটা অনেক আগের ছবি। সম্প্রতি এমন ছবি তোলা হয় নাই।’
তিনি আরও বলেন, যে ছেলের সাথে আমি ছবি তুলেছিলাম সেই ছেলেকে আমি চিনি না । ছবিটি সমাবর্তনের আগের তোলা। এসময় তিনি বিরক্ত প্রকাশ করে সাংবাদিকের ব্যাক্তিগত পরিচয়ও জানতে চান ।
উল্লেখ্য, শনিবার (১১ জানুয়ারি) ১৮হাজার ৩১৭ জন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ