জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট আক্কেলপুর উপজেলার মাতাপুর রেলগেট এলাকায় ট্রেনের সাথে কলাবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে মোখলেছুর রহমান নামে এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোখলেছুর রহমান বগুড়ার আদমদিঘী উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে দুই জন কলা ব্যবসায়ী জয়পুরহাটের জামালগঞ্জ বাজার থেকে কলা ক্রয় করে পিকআপ ভ্যানে কলা নিয়ে যাচ্ছিলেন। রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন মাতাপুর রেল ক্রসিং অতিক্রম করার সময় কলাবাহী পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপভ্যান চালকের মৃত্যু হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবু ওবায়েদ জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে মরদেহসহ দূর্ঘটনা কবলিত পিক-আপ ভ্যান উদ্ধার করে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান ওসি।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ