মোমেন মুনি : জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম। পর্যায়ক্রমে প্রায় ২ হাজার ভিক্ষুককে পুনর্বাসন করে জেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করার কথা জানান অতিরিক্তি জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুকদের হাতে ঢেউ টিন, ছাগল, মুরগি ও নগদ অর্থ দেওয়া হয়।
রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লবের সভাপতিত্বে পুনর্বাসন সামগ্রী বিতরণ করেন অতিরিক্তি জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান।
জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানসহ উপস্থিত অতিথিগণ জানান, ‘পর্যায়ক্রমে জেলার প্রায় ২ হাজার ভিক্ষুককে পুনর্বাসন করে জেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হবে।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন, জাকস ফাউন্ডেশনের সহকারি পরিচালক খোরশেদ আলম প্রমুখ।
সময় জার্নাল/আরইউটি/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ