আরিফুল ইসলাম মিটুল, ঝিনাইদহ : জেলার সদর উপজেলার হলিধানী বাজারে বাস’র ধাক্কায় শওকত মাষ্টার (৯০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় হলিধানী বাজারে হাইস্কুল গেটের সামনে চুয়াডাঙ্গা থেকে আসা ঝিনাইদহ গামী মামুন পরিবহনের ঢাকা মেট্রো-ব (১৫-৪২৭১)ধাক্কায় আহত হন। পরে ঝিনাইদহ সদর হাস্পাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাতলামারি পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ওয়াজেদ আলী জানান, ঘাতক বাসটি আমাদের হেফাযতে আছে।
প্রসঙ্গত, শওকত মাষ্টার হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সহকারি শিক্ষক থেকে দীর্ঘদিন প্রধান শিক্ষকের দ্বায়িত্বে পালন করেছেন। ২০০৩ সালে তিনি শিক্ষকতা থেকে অবসর নিয়েছিলেন। অবসর জীবনে তিনি সময় কাটানোর জন্য হলিধানী বাজারে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে রোগী দেখতেন।
মৃত্যুকালে তিনি সাত সন্তান ও অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন।
সময় জার্নাল/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ