স্টাফ রিপোর্টার : অবশেষে বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে বাংলাদেশের। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে প্রোটিয়াদের কাছে টস হেরে ব্যাটিংয়ে নামছে মাশরাফির দল। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি।
লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।
চোট পাওয়ায় তামিম ইকবালের দলে থাকা নিয়ে সংশয় ছিলো। অবশেষে তাকে একাদশে রেখেছে ম্যানেজমেন্ট। সাইফউদ্দিনকে নিয়েও দুশ্চিন্তা ছিলো, কিন্তু একাদশে রয়েছেন। স্থান হয়েছে মোসাদ্দেক হোসেনেরও, তবে জায়গা হয়নি সাব্বির রহমানের।
ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে শুরু করা দক্ষিণ আফ্রিকা দলেও আছে পরিবর্তন। প্রথম ম্যাচে মাথায় আঘাত পাওয়া আমলা নেই, ফিরেছেন ডেভিড মিলার। রয়েছেন পেসার ক্রিস মরিসও।
অবশ্য উদ্বোধনী ম্যাচে যে পিচে খেলা হয়েছে আজকেও একই পিচ ব্যবহৃত হচ্ছে। তাই এই পিচে বাউন্স ও পেস দুটোই থাকবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জেপি দুমিনি, আন্দিলে ফেলুকোয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ