স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলের ১৮তম ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস। টসে জিতে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। এই ম্যাচে দুই দলই দুটি করে পরিবর্তন এনেছে। খুলনা টাইগার্স ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর রাজশাহী রয়্যালস ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
রাজশাহী রয়্যালস একাদশ: আন্দ্রে রাসেল (অধিনায়ক), লিটন দাস, অলক কাপালি, আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম।
খুলনা টাইগার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, রহমানউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহীম (অধিনায়ক), শামসুর রহমান, রবি ফ্রাইলিঙ্ক, মেহেদি হাসান মিরাজ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, তানভীর ইসলাম।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ