স্পোর্টস ডেস্ক: টানা দুই বিশ্বকাপে জয়ের পর আজ শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হ্যাটট্রিক জয়ের মিশন। ২০১১ সালে চট্টগ্রামে ২ উইকেটে জয়ের পর ২০১৫ সালে এডিলেডে জিতেছিল ১৫ রানে। আজ শনিবার কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
ইংলিশ অধিনায়কও ভয় পাচ্ছেন মাশরাফির এই দলকে। শুক্রবার তিনি বলেন, ‘এই বাংলাদেশ দল যে কোনো দলের জন্যই হুমকি। তারা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। যদিও অনেকেই বলছেন, বাংলাদেশ ছোট দল। কিন্তু আমি তা মনে করি না। তারা খুবই ভয়ঙ্কর।’
প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য উন্মুখ হয়ে থাকা ইংল্যান্ড আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের কাছে ১৪ রানে পরাজিত হয়। তবুও আজ কার্ডিফের ম্যাচেও তাদের আক্রমণাত্মক মনোভাবের কোনো পরিবর্তন হবে না বলে উল্লেখ করেন মরগান।
বিগ হিটার ব্যাটসম্যান নিয়ে গড়া ইংল্যান্ড দলের কৌশল হচ্ছে নির্ভীক, আক্রমণাত্মক ক্রিকেট খেলা। তাছাড়া জোফরা আর্চার ও মার্ক উডের মত বোলার থাকায় বেলিংয়েও তারা আগ্রাসী মনোভাবের। যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বেদম প্রহার সহ্য করতে হয়েছে জোফরা আর্চারকে। ১০ ওভারে তাকে দিতে হয়েছে ৭৯ রান।
মরগান আরও বলেন, ‘বাংলাদেশ খুবই ভাল একটি দল। সুতরাং ম্যাচটি কঠিন হবে। তাদের সিনিয়র খেলোযাড়দের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। অনেকে আমাদের সিনিয়র খেলোয়াড়দের চেয়েও বেশি অভিজ্ঞ। তারা একটা হুমকি। তবে আশা করছি আমরা ভাল খেলব এবং সেটা অতিক্রম করতে পারব।’
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ