ব্যাটিংয়ে ঝড় তুলে সাজঘরে ফিরলেন লিটন কুমার দাস। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটিংয়ে ঝড় তোলে লিটন দাস। জাতীয় দলের এ ওপেনার ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে সিরেজে সর্বোচ্চ ৩১১ রান করেছিলেন।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় সফরকারী জিম্বাবুয়ে।
সোমবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান লিটন-তামিম। উদ্বোধনী জুটিতে প্রথম ১০ ওভারে ৯.১০ গড়ে স্কোর বোর্ডে ৯১ রান যোগ করেন তারা।
উড়ন্ত সূচনার পর সাজঘরে ফেরেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ক্যাচ তুলে দেয়ার আগে ৩৩ বলে তিন চার ও দুই ছক্কায় ৪১ রান করে ফেরেন তামিম। তামিম আউট হওয়ার পর ১৪ রানের ব্যবধানে এলবিডব্লিউ হয়ে ফেরেন অন্য ওপেনার লিটন। তার আগে ৩৯ বলে ৫টি চার ও তিন ছক্কায় ৫৯ রান করেন তিনি। ১৩ ওভারে দলীয় ১০৬ রানে ফেরেন জাতীয় দলের এ তারকা দুই ওপেনার।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ