দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেছে ইউএনও নাকিব হাসান তরফদার ও উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস।
এসময় কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ওয়াজিউর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা মো. মুরাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য গুদাম সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১৭১ টন আমন ধান সংগ্রহ করা হবে। প্রতি কৃষক এক টন করে ধান দিতে পারবে ২৬ টাকা কেজি দরে। আগামী ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এর আগে প্রকৃত কৃষকদের থেকে ধান সংগ্রহ করার লক্ষ্যে উপজেলার পাঁচটি ইউনিয়নে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।
সময় জার্নাল/আরটি/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ