নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হ্নীলায় যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
নিহত ওমর ফারুক (৩০) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড যুবলীগ ও জাদিমোরা এমআর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
নিহতের পারিবারকি সূত্রে জানা গেছে, একদল অস্ত্রধারী সন্ত্রাসী ওমর ফারুককে নিজ বাড়ি থেকে ধরে পাহাড়ের পাশে নিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে নিহতের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের বাধা দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ওমর ফারুক টেকনাফ উপজেলার জাদিমোরা এলাকার মোনাফ কোম্পানির ছেলে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ