স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাট করতে নেমে শুরুটা খুবই খারাপ হয়েছে বাংলাদেশ দলের। তামিমের সঙ্গে অভিষেক ম্যাচে ওপেন করতে নামা সাইফ হাসান ডাক মেরে ফিরেছেন সাজঘরে। এরপর ফিরে গেছেন বিরতির পরে টেস্টে ফেরা তামিমও। বাংলাদেশ ২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩ রানে ব্যাট করছে।
ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা নাজমুল শান্ত এবং অধিনায়ক মুমিনুল হক আছেন ক্রিজে। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে পাকিস্তানে যাওয়া তামিম ৩ রান করে আউট হয়েছেন।
দীর্ঘ ১৬ বছর পরে রাওয়ালপিন্ডিতে ফিরেছে টেস্ট। বাংলাদেশও প্রায় ১৬ বছরের বেশি সময় পরে টেস্ট খেলতে গেছে পাকিস্তানে। বছরের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। গত বছর টেস্টে কোন জয় না পাওয়া বাংলাদেশ পিন্ডি টেস্ট দিয়ে হারের বৃত্ত ভাঙতে চায়। কিন্তু সে আশা শুরুতেই গুড়েবালি।
বাংলাদেশ এ ম্যাচে তিন পেসার নিয়ে নেমেছে। রুবেল হোসেন ২০১৮ সালের জুনের পরে আবার টেস্ট দলে ফিরেছেন। পাকিস্তান দলেও পেসার তিনজন। এছাড়া দুই দলই একজন করে নিয়মিত স্পিনার নিয়ে খেলছে। বাংলাদেশ দলে আছেন তাইজুল ইসলাম। পাকিস্তান খেলছে লেগ স্পিনার ইয়াসির আলীকে নিয়ে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ: শান মাহমুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আযম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান(উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন আফ্রিদি।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ