দেলোয়ার হোসাইন নয়ন, পঞ্চগড় : দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দর্শক পর্ব এবার ধারণ করা হবে পঞ্চগড়ের তেতুঁলিয়ায়। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের পৌঁছে দেওয়া হয়েছে আমন্ত্রণপত্র (প্রবেশ পাস)।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি।
এদিকে ইত্যাদি ঘিরে জেলা জুড়ে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। সবার আশা এবারের ইত্যাদি সরাসরি উপভোগ করা। এজন্য অনেকেই দৌড়ঝাঁপ করছেন আমন্ত্রণপত্র পাওয়ার আশায়। অনেকেই না পেয়ে মন খারাপ করে ক্ষোভ প্রকাশ করছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ইত্যাদি সরাসরি উপভোগ করার জন্য ৫ হাজার আমন্ত্রণপত্র বা প্রবেশ পাস দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে তা অতিথিদের কাছে পৌঁছে দিয়েছি। তবে অনুষ্ঠান হবে উম্মুক্ত মঞ্চে এজন্য আমন্ত্রণপত্র না পেলেও সবাই উপভোগ করার সু্যোগ পাবে। সংরক্ষিত আসনে বসার জন্যই শুধু আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে।
সময় জার্নাল/আরইউটি/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ