অ্যাড. কাজী ওয়াসিমুল হক :
মনে করুন আপনি এজাহার (মামলা দায়ের) করার জন্য থানায় গেছেন কিন্তু থানা আপনার মামলা নিচ্ছে না বা আপনি যে ভাষায় বক্তব্য দিতে চাইছেন সেভাবে লিখতে চাইছে না, এসব ক্ষেত্রে পুলিশের কাছে কাকুতি মিনতি করার কোনই দরকার নেই, কে নিতে অস্বীকার করছে এবং তার কি পদ কেবল সেটা মনে রাখুন।
.
এরপর আপনি উকিলের কাছে যান, উকিল আপনাকে কোর্টে মামলা করার (নালিশী মামলা) ব্যবস্থা করে দেবে, যেসব কথা আপনি এজাহারে দিতে পারেননি, সবই আপনি সেখানে যত ইচ্ছা ডিটেল দিতে পারবেন।
.
এভাবে মামলা দায়ের করার পর কোর্ট সেই থানাকে আদেশ দেবে তদন্ত করার জন্য, চিন্তার কোন কারণ নেই, পুলিশ উলটা পালটা তদন্ত রিপোর্ট দিলে সেটাতে আপত্তি জানানো যায়।
.
সারমর্মঃ থানাতেই কেস করার রাস্তা বন্ধ হয়ে যায় না। থানা কেস না নিলে কোর্টে কেস করতে পারবেন।
লেখক : অ্যাডভোকেট, হাইকোর্ট।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ