আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি সহিংসতায় লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা৷ এই মুহূর্তে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ জনে৷ আহত ২০০ জনেরও বেশি৷ এখনও ১০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, স্থানীয়রা নয়, দিল্লিতে সহিংসতা ছড়িয়েছে বহিরাগতরা৷ তিনি বলেন, ‘দিল্লির মানুষ হিংসা চায় না৷ আম আদমি এই কাজ করেনি৷ দিল্লির হিন্দু, মুসলিমরা শান্তির পক্ষে৷’ একই সঙ্গে দিল্লি সংঘর্ষে মৃত পুলিশকর্মী রতন লালের পরিবারকে ১ কোটি টাকা সরকারি সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরির কথাও ঘোষণা করেন তিনি৷
এদিকে প্রশাসন জানিয়েছে, দিল্লির বাড়িগুলির ছাদগুলিকে নজর রাখা হচ্ছে ড্রোনের সাহায্যে৷ ২২৮২৯৩৩৪ ও ২২৮২৯৩৩৫, এই দুটি হেল্প লাইন চালু করা হয়েছে৷ কোথাও সংঘর্ষের খবর পেলেই এই নম্বরে ফোন করলে দিল্লি পুলিশ পৌঁছে যাবে৷ এছাড়া পুরো শহরজুড়ে চলছে পুলিশি টহল৷
সহিংসতায় উস্কানি দেওয়া বক্তব্যের অভিযোগে দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ ৩ বিজেপি নেতার বিরুদ্ধে দিল্লি পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট৷ বুধবার হাইকোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দেন, আদালতের এই নির্দেশ দিল্লির পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিতে৷ একই সঙ্গে পুলিশ কী ব্যবস্থা নিল, তা বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে আদালতকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে৷
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ