নিউজ ডেস্ক : পুলিশের ওপর হামলার ঘটনায় ২ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
সম্প্রতি গুলিস্তান এবং সাইন্সল্যাবে হামলার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে মেহেদী হাসান তামিম ও আব্দুল্লাহ আজমির নামের ২ নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
গতকাল রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
সকালে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারকৃত আইএস’র সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছিল। পুলিশের ওপর গ্রেফতারকৃত জঙ্গীদের আরও হামলার প্রস্তুতি ছিল বলেও জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান।
গ্রেফতারকৃত জঙ্গীদের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
সজ/এমএম
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ