নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় দু’টি ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে সেন্টমাটিনে বাংলাদেশের জলসীমার ৫৬ নটিকেল মাইল ভেতর থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ডের সেন্টমাটিনের স্টেশন কমান্ডার লে. সাদ মোহাম্মদ তাইম জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় দু’টি ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করা হয়েছে। তাদের সেন্টমাটিন থেকে টেকনাফে এনে থানায় হস্তান্তর করা হবে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ